বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল রাজ্য, প্রধান শিক্ষকদের নির্দেশ মহুয়ার
সূত্রের খবর, ছাত্রছাত্রীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে রাজ্য সরকার।
নিজস্ব প্রতিবেদন: উচ্চমাধ্যমিকের নম্বর নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে অসন্তোষ। কোথাও স্কুল চত্বরে কোথাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। চতুর্দিকের গন্ডগোলে ক্ষুব্ধ নবান্ন (Nabanna)। এই প্রেক্ষাপটে ডেকে পাঠানো হল পরিস্থিতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে (Mohua Das)।
শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে (Mohua Das) নবান্নে তলব করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে ছিলেন শিক্ষাসচিব মনীশ জৈন। সূত্রের খবর, জেলায় জেলায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে যে অসন্তোষ দেখা দিয়েছে তা ভালো চোখে দেখছে না রাজ্য সরকার। এ ব্যাপারে মহুয়া দাসের কাছে জানতে চান মুখ্যসচিব। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, স্কুলের তথ্যের ভিত্তিতে রেজাল্ট তৈরি হয়েছে। অনেকে একাদশের পরীক্ষা না দিয়ে পাশ করানোর দাবি করছে। তখন মুখ্যসচিব তাঁকে নির্দেশ দেন,এটা বরদাস্ত করা যাবে না। আপনি শীঘ্রই ব্যবস্থা নিন।
সূত্রের খবর, ছাত্রছাত্রীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে রাজ্য সরকার। সমস্যা নিরসনে যা করার দরকার, তা করা হবে। কেন বিক্ষোভ হচ্ছে তা জানতে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষকদের নির্দেশ দেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সংসদ।
আরও পড়ুন- ডিসেম্বরের মধ্যে কত শতাংশ টিকা? ডেরেকের প্রশ্নে 'তথ্য' নেই স্বাস্থ্য মন্ত্রীর