নিজস্ব প্রতিবেদন:  সল্টলেক জনমানব শূন্য। উল্টোডাঙা ও হাডকো মোড়ে কিছু গাড়ির দেখা মিলেছে। বৃহস্পতিবারের লকডাউনে চলছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার। রাস্তায় গাড়ি আটকে চেকিং করছে পুলিস। কী কারণে রাস্তা বেরিয়েছেন, তাও জিজ্ঞাসা করছে পুলিস।
বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউন। তাই আগের দিন রাতেই রাজীব গান্ধীর জন্মদিন পালন করলেন আইএনটিউসি কর্মীরা।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল থেকে এখনও পর্যন্ত লকডাউন না মানার কারণে পুলিস ১৩৯ জনকে গ্রেফতার করেছে। অকারণে রাস্তায় বেরনোয় ১৬টি গাড়িকে আটক করেছে পুলিস। মাস্ক না থাকার কারণে ৩৮২ জনকে আটক করা হয়েছে আর যেখানে সেখানে থুতু ফেলে আটক ২১ জন।


এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউন শুরু হয়ে যাওয়ায় মধ্যরাতেই পালিত হল রাজীব গান্ধীর জন্মদিন। কংগ্রেসের আইএনটিইউসি কর্মীরা পিপিই পরে শহরের বিভিন্ন জায়গায় প্রায় সমস্ত রাজীব গান্ধীর মূর্তি স্যানিটাইজ করেন।

আরও পড়ুন: "কী পাব নয়, কী দেব সেটাই ভাবুন" ভার্চুয়াল বৈঠকে যুবযোদ্ধাদের একগুচ্ছ টিপস অভিষেকের


প্রথমেই আমহার্স্ট স্ট্রিট চত্বরে থাকা রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধীর মূর্তি স্যানিটাইজ করা হয়। এরপর মূর্তিতে মাল্যদান করেন তাঁরা।


আইএনটিউসি কর্মীরা বলেন,  “আমরা ভুলে যাইনি রাজীব গান্ধীকে। উনি আমাদের মনের মধ্যেই রয়েছেন।”