ওয়েব ডেস্ক: সারদার মিডল্যান্ড পার্কের অফিসে তল্লাসি চালিয়ে আরও ১৮টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করল সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছে ৮টি ক্যাশ ভাউচারের কাউন্টার পার্ট। এনিয়ে গত দুদিনে মোট ৩৮টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত হল সারদার দুটি অফিস থেকে। এদিন সুদীপ্ত সেন সহ ছয় অভিযুক্তের জামিনের আর্জি ফের খারিজ করে আলিপুর আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ছয় অভিযুক্তের জামিনের বিরোধিতা করে সিবিআই। তারা প্রায় তিরিশ পাতার একটি বাজেয়াপ্ত নথির তালিকা আদালতে পেশ করে। সিবিআই সূত্রে খবর, বাজেয়াপ্ত নথি খতিয়ে দেখে জেল হেফজতে জেরা করা হতে পারে অভিযুক্তদের। বাজেয়াপ্ত নথির তালিকায় রয়েছে


বাজেয়াপ্ত নথিগুলি হল--
৪০টির বেশি হার্ড ডিস্ক
একাধিক সিপিইউ
ক্যাশভাউচারের কাউন্টার পার্ট
নগদ লেনদেনের বিল বই
দুটি ডায়েরি
কয়েকটি চিঠির খসড়া
কুণাল ঘোষের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট


অভিযুক্তদের জামিনের আর্জি খারিজ করে ২৬ তারিখ পর্যন্ত্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সিবিআইয়ের করা চতুর্থ মামলায় এদিন সুদীপ্ত সেনকে গ্রেফতার দেখানো হয়। এই মামলার শুনানি হবে আগামি ২০ অগাস্ট।