নিজস্ব প্রতিবেদন: নাড্ডা-কাণ্ডে তেতে উঠেছে বঙ্গ রাজনীতি। নাড্ডা-কাণ্ডে (রাজ্য) সরকার মিথ্যা কথা বলছে বলে দিলেন মুকুল রায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাড্ডাকে দুষে ডিজি ও মুখ্যসচিব তলব করার বিষয়ে কল্যাণ ব্যানার্জী বলেন কেন্দ্র অসাংবিধানিক কাজ করছে। বৃহস্পতিবার রাজ্যে মন্ত্রিসভার রিপোর্ট কার্ড পেশের দিন ছিল। সেদিক থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই এটা ঘটানো হয়েছে বলে অভিযোগ তোলেন সৌগত। 


কেন্দ্র সরকার অভিযোগ করেছে, নাড্ডার নিরাপত্তা নিয়ে গাফিলতি করেছে রাজ্য। শুধু তাই নয়, ঘটনার কৈফিয়ত চেয়ে ডিজি ও মুখ্যসচিবকে দিল্লিতে তলবও করা হয়েছে। এ দিকে রাজ্যপালও রাজ্যের পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করে ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তেজনাময়। এ দিকে রাজ্য জানিয়েছে, তাদের তরফে নাড্ডার নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি হয়নি। সমস্ত ব্যবস্থাই যথাযথ ছিল, ছিল যথেষ্ট পুলিসও। 


এই প্রসঙ্গেই এক সাংবাদিক বৈঠকে মুকুল জানান, রাজ্য সরকার মিথ্যা কথা বলছে। বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছিল ঠিকই। তবে পুলিস হাত গুটিয়ে ছিল। মুকুল এমনকি, 'এখানে ৩৬৫ হওয়াই উচিত'ও বলে দেন!


also read: নাড্ডা কেন অপরাধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন: কল্যাণ