নিজস্ব প্রতিবেদন: আর্থিক প্রতারণা মামলায় ফের বিজেপিনেতা মুকুল রায় ‘রক্ষাকবচ’ বাড়াল হাইকোর্ট। তাঁর গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ৮ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। পরবর্তী শুনানি ৫ নভেম্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



উল্লেখ্য রেলের স্থায়ী কমিটির সদস্য পদ বাড়িয়ে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে দফায় দফায় আশি লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতা মুকুল রায় ও আরও কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই যুক্ত থাকা বিজেপির শ্রমিক সংগঠন নেতা বাবান ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।


কলকাতার এক নামজাদা ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে রেলের স্থায়ী কমিটিতে সদস্যপদ পাওয়ার জন্য নানা ভাবে বাবান ঘোষ আশি লক্ষ টাকা নিয়েছিল। এমনকি রেলমন্ত্রী সুরেশ প্রভুর রাজত্বকালে এই সন্ত গঙ্গোপাধ্যায়কে বাবান ঘোষ সংসদে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।


কিন্তু পুরো বিষয়টি সন্দেহ হওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করেন সন্ত গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে পুলিশ এবং তদন্তে মুকুল ঘনিষ্ঠ বাবান ঘোষের নাম উঠে আসে। এর পর তাঁকে গ্রেফতার করা হয়।