জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আমি নিজের ইচ্ছায় এসেছি। আমাকে কেউ অপহরন করেনি’, ছেলের ‘অপহরণ’ দাবি খারিজ মুকুল রায়ের। মঙ্গলবার দিল্লিতে মুকুল রায়ের হোটেলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টিম। টিমের আধিকারিকেরা কথা বলেন মুকুল রায়ের সঙ্গে। বিধাননগরের পুলিস টিমকে নিজে এই কথা জানিয়েছেন মুকুল রায়। মুকুল রায়ের বক্তব্য শোনার পর হোটেল থেকে ফিরে যায় বিধাননগর পুলিসের টিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রবীণ টিএমসি নেতা মুকুল রায়, সোমবার রাতে ‘কিছু ব্যক্তিগত কাজে’ দিল্লিতে পৌছান। এমনকি তার পরিবার প্রাথমিকভাবে দাবি করেছিল যে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। পরে তাঁর ছেলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা টিএমসি নেতাকে ব্যবহার করে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে।


দিল্লি গিয়েছেন মুকুল রায়। দিল্লিতেই আছেন তিনি। আর তারপরই উসকে উঠেছে জল্পনা। তবে কি ফের বিজেপিতে যোগদান? ঘাসফুল ছেড়ে ফের পদ্মফুলে? ফের শিবির বদলের পথে মুকুল রায়? মুকুল রায়ের অন্তর্ধান রহস্যে তুঙ্গে জল্পনা। সোমবার সন্ধ্যায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। যে ভিডিয়োতে দেখা যায়, দিল্লি বিমানবন্দরে রয়েছেন মুকুল রায়! এই ভিডিয়ো ভাইরাল হতেই জল্পনা উসকে ওঠে রাজনৈতিক মহলে।  চিকিৎসা সংক্রান্ত কারণেই কি দিল্লিতে মুকুল রায়? নাকি এর পিছনে রয়েছে কোনও রাজনৈতিক কারণ? ফের বিজেপি শিবিরে নাম লেখাতে চলেছেন তিনি? সবমিলিয়ে তুঙ্গে জল্পনা। গোটা বিষয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা।  


আরও পড়ুন: Mukul Roy Missing: বাবার দিল্লি যাওয়ার পেছনে বিপুল টাকার খেলা রয়েছে, চাঞ্চল্যকর দাবি ছেলে শুভ্রাংশুর


তবে শুভ্রাংশু রায় এর কাছে এখনও কোন খবর ছিল না এই বিষয়ে। মুকুল রায় নিখোঁজ হওয়ার পরই ফোন করে উদ্বিগ্ন শুভ্রাংশুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল পুত্র জানিয়েছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ফোন করে ছিলেন। বাবার খবর নিয়েছিলেন।' শুভ্রাংশু রায়ের দাবি, মুকুল রায় আগের সেই মুকুল রায় নেই! মুকুল রায় অসুস্থ, তাই বাবাকে নিয়ে এসে আগে চিকিৎসা করাতে হবে। তারপর কোন দলে গেল তার বিচার হবে।


তাঁর আরও অভিযোগ, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার জন্যই বিজেপি এই কাজ করছে। এয়ারপোর্ট থানায় অভিযোগ করে চেস্টা করা হয়েছিল। কিন্তু ততক্ষনে বাবা ফ্লাইটে উঠে গেছে। এরপর থেকে বাবার আর কোনও খোঁজ নেই!'  মুকুল রায়ের একাধিক শারীরিক অসুবিধে রয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ দিল্লিতে যাওয়ার ফলে উদ্বিগ্ন শুভ্রাংশু। তিনি বলেন, 'বাবার একাধিক শারীরিক সমস্যা আছে। অনেকগুলো ওষুধ তিনি খান। এখন তিনি কোথায় আছেন, ওষুধ খাচ্ছেন কি না কিছুই জানি না। আমরা চিন্তিত। উদ্বিগ্ন বাবার চিকিৎসকরাও।'


আরও পড়ুন: মুকুলের নিখোঁজ রহস্য! শুভ্রাংশুর অভিযোগের পর থানায় তলব বিজেপি নেতাকে


মুকুল রায় মিসিং কেসে জল্পনার ছায়া দেখেছেন পুত্র শুভ্রাংশু। এই নিয়ে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ দেখে তিন থেকে চার জনের শনাক্তকরণও হয়েছে। এমনকী বিজেপি নেতা পীযূষ কোনোড়িয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার বিজেপির দক্ষিণ দমদম মণ্ডলের নেতা পীযূষ কানোরিয়াকে তলব করেছে এয়ারপোর্ট থানার পুলিস। বাকিদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।


শুভ্রাংশু রায়ের দাবি, ‘গোটা ঘটনার পেছনে টাকা খেলা রয়েছে বলতে পারি। এর পেছনে নিশ্চয় কোনও রাজনৈতিক দল রয়েছে। গতকাল কোনও এক অবাঙালি ছেলেকে দিল্লির কোনও এক এসেন্সি থেকে ফোন করে বলা হয় মুকুলবাবুর হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসতে। কেননা মুকুলবাবুর হাতে এক টাকাও ছিল না। তিনি কীভাবে টিকিট কাটলেন? টাকা কোথা থেকে এল? আমার কিন্তু অজানা।‘


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)