নিজস্ব প্রতিবেদন: 'নিজের ঘরে' ফেরার পর এবার নিজের কেন্দ্রে যাচ্ছেন মুকুল রায় (Mukul Roy)। রবিবার তাঁর গন্তব্য কৃষ্ণনগর উত্তর। ওই কেন্দ্রেই বিজেপির টিকিটে জিতেছেন তিনি। শোনা যাচ্ছে, মুকুলের (Mukul Roy) হাত ধরে অনেকে যোগ দিতে পারেন তৃণমূলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে প্রথমবার একুশের নির্বাচনে বিধায়ক হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। কৃষ্ণনগর উত্তরে তাঁকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির (BJP)। ভোটে জেতার পর দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর। গত ১১ জুন শিবির বদলে তৃণমূলে নাম লেখান। ইতিমধ্যেই তাঁর হাত ধরে দলবদল করেছেন আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি (অধুনা প্রাক্তন)। 'ঘরে ফেরা'র পর প্রথমবার রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন মুকুল। সূত্রের খবর, কৃষ্ণনগর উত্তরে অনেকেই ফিরে যেতে চাইছেন ঘাসফুলে। বিজেপির একাধিক স্থানীয় নেতাও রয়েছেন তালিকায়। মুকুলের নির্বাচনী এজেন্ট দলবদল করতে পারেন।  


বিজেপির আপত্তি সত্ত্বেও পিএসি সদস্য হিসেবে তাঁর মনোনয়ন গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরই পিএসি-র চেয়ারম্যান হিসেবে মুকুলের অভিষিক্ত হওয়ার জল্পনা আরও জোরদার হয়েছে। তাতে অনুঘটক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য। নবান্নে তিনি জানিয়েছেন,'মনোনয়ন যে কেউ জমা দিতে পারেন। যিনি জমা দিয়েছেন মুকুল রায় (Mukul Roy), তিনি তো বিজেপি পার্টির মেম্বার। অসুবিধার কী আছে? তাঁকে কালিম্পং থেকে বিনয় তামাংদের পার্টি সমর্থন দিয়েছে। আমরাও দেব।' 


আরও পড়ুন- তৃণমূলের সাড়া না পেয়ে পদ্মেই Rajib? লোক মারফত পাঠালেন 'ঘরছাড়া'দের তালিকা