নিজস্ব প্রতিবেদন : ফের অস্বস্তিতে মুকুল রায়। হাওয়ালা কাণ্ডে  পুলিসের জেরার মুখে পড়লেন বিজেপি নেতা। এদিন কালীঘাট থানায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিসের একটি দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, কালীঘাট থানায় একটি হাওয়ালা মামলায় নাম জড়ায় বিজেপি নেতা মুকুল রায়ের। আদালত কলকাতা পুলিসকে নির্দেশ দেয়, মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে। এরপরই মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কলকাতা পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় তাঁকে।


আরও পড়ুন-ঘরেই ঘাপটি মেরেছিল আততায়ী, না জেনে ঢুকতেই মর্মান্তিক পরিণতি হল অধ্যাপকের!


হাওয়ালা মামলায় অভিযুক্ত হিসেবে নোটিস পাঠানো হয় মুকুল রায়কে। এরপরই আজ সকালে কালীঘাট থানায় হাজিরা দেন বিজেপি নেতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিসের একটি দল। এদিকে, একদিকে যখন থানার ভিতরে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ চলছে, তখনই কালীঘাট থানার বাইরে ভিড় জমান বিজেপি সমর্থকরা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।