নিজস্ব প্রতিবেদন: দল বদলেছেন। পুরোনো দলে প্রত্যাবর্তন হয়েছে। তবে কি বিধায়ক পদও ছাড়ছেন মুকুল রায়? রাজনৈতিক মহলে এই জল্পনা যখন তুঙ্গে, তখন তৃণমূল সূত্র বলছে অন্য কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, দল বদলালেও সম্ভবত এখনই বিধায়ক পদ ছাড়ছেন না মুকুল রায়। বিজেপি বিধায়ক হিসেবেই সম্ভবত ২ জুলাই বিধানসভা অধিবেশনে যোগ দেবেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনও নির্দেশ দলে, সেমতো পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন মুকুল রায়। তবে ইতিমধ্যে বিজেপি ছেড়ে পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূলে ফেরত গিয়েছেন তিনি। মুকুল রায় তৃণমূলে ফিরতেই তাঁর উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েক মাসের মধ্যে রাজ্যে দলত্যাগ বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও এরপর শুভেন্দুর অস্ত্রেই তাঁকে বিঁধেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর পালটা কটাক্ষ, আগে তাঁর বাবা শিশির অধিকারীকে তৃণমূলের সাংসদ পদ ছাড়ার পরামর্শ দিক শুভেন্দু অধিকারী। তৃণমূলের সাংসদ হয়েও যাঁকে অমিত শাহের মঞ্চে দেখা গিয়েছে।  


আরও পড়ুন: গুরুদায়িত্ব পেয়ে গুরুজন প্রণাম, সৌগত-সুদীপ-সুব্রতর পর এবার সুখেন্দুশেখরের বাড়িতে অভিষেক


আরও পড়ুন: অতিরিক্ত ভিড় হচ্ছে স্টাফ স্পেশালে, লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি রেলের


২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে, একে একে তৃণমূলের সমস্ত পদ ছেড়েছিলেন মুকুল রায়। ছাড়েন রাজ্যসভার সাংসদের পদও। তৃণমূলের কোনও চিহ্ন নিয়েই বিজেপিতে যোগ দেননি তিনি। সূত্রের খবর, এবার হয়ত ছবিটা অন্য রকম হতে চলেছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)