নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ১৮টি আসনপ্রাপ্তির পর অমরনাথযাত্রায় মুকুল রায়। আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার সকালে পুজো দেবেন বিজেপি নেতা। জানালেন, ২০২১ সালের সাফল্য চেয়ে পুজো দেবেন।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচনের পর মহাদেবের আশিস চাইতে অমরনাথের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন মুকুল রায়। বৃহস্পতিবার পুজো দেবেন তিনি। তার আগে জি ২৪ ঘণ্টাকে মুকুল বলেন, 'লোকসভা ভোটে দারুণ ফল করেছে দল। সে কারণে ধন্যবাদ জানাতে যাচ্ছি। একইসঙ্গে ২০২১ সালে সাফল্যের আশিসও চাইব'।     



নিন্দুকরা অবশ্য বলছেন, বিজেপিতে খানিকটা চাপে রয়েছেন মুকুল রায়। দলবদল নিয়ে আর একা সিদ্ধান্ত নিতে পারছে না। এমন অবস্থায় ঈশ্বরই ভরসা তাঁর।           


বিজেপি নেতারা একটু ধম্মোকম্মো করেন। খোদ প্রধানমন্ত্রীও শেষ দফার আগের দিন কেদারনাথে মহাদেবের পুজো দিয়ে ধ্যানে বসেছিলেন। পরেরদিন গিয়েছিলেন বদ্রীনাথে। সোমনাথে পুজো দিয়েছিলেন অমিত শাহ। হিন্দুত্বের রাজনীতিতে বিজেপির মোকাবিলায় একটা চেষ্টা করেছিলেন রাহুল গান্ধী। ঘুরে এসেছিলেন মান সরোবর। নিজেকে শিবভক্ত বলেও দাবি করেছিলেন। কিন্তু বিজেপির 'নির্বাচনী হিন্দু' প্রচারের সামনে এঁটে উঠতে পারেননি সনিয়াতনয়।       


আরও পড়ুন- পরিসংখ্যান দিয়ে বুদ্ধিজীবীদের অসহিষ্ণুতার অভিযোগ ওড়াল কেন্দ্র