নিজস্ব প্রতিবেদন: সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মুকুল রায়। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে সব বুথ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছেন তিনি


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার পুরনো তৃণমূলের দিনের কথা মনে করিয়ে দিয়েছেন মুকুল রায়। এভাবেই যে সিপিএম জমানায় নানান দাবি-দাওয়া নিয়ে আসতেন সে কথা মনে করিয়ে তিনি বলেন, ''নির্বাচন কমিশনের উপরে এখনও মানুষের আস্থা রয়েছে। ২০১১ সালের আগে তৃণমূলের হয়ে আসতাম সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানাতাম। ৭ বছর পর ফের সেই দাবিতে সরব হতে হচ্ছে।'' 


আরও পড়ুন- দিলীপ ঘোষকে ফোন করে খোঁজখবর নিলেন অমিত শাহ


শুক্রবার সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ নিয়ে মুকুল রায়ের খোঁচা, ''ওই ঘটনা নিয়ে রাজ্যের পুলিসমন্ত্রী নীরব কেন? তৃণমূল ভয় পেয়েছে বলেই এমনটা করছে। একটা সময়ে সিপিএমও এমনটাই করত।'' 


বিজেপিকে ১৫ জানুয়ারি থেকে বাইক মিছিল করার অনুমতি শুক্রবারই দিয়েছে হাইকোর্ট। সেই মতো ওদিন মিছিল শুরু করতে চলেছে বিজেপি।