কালীঘাটে জৈন দম্পতির বাড়িতে হামলার পিছনে কারণ কি?
রাতবিরোতে জৈন দম্পতির বাড়িতে কেন হামলা চালাল রশনলাল? তদন্তে উঠে আসছে একাধিক তথ্য। জানা গেছে নরেন্দ্র জৈন রেসের বুকি ছিলেন। কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ ও মুম্বইয়ে তিনি বুকির কাজ করতেন। কলকাতাতেও নরেন্দ্রর ১৪ থেকে ১৫টি ঘোড়া রেসে নামত। পুলিসের অনুমান রেসের মাঠের রেষারেষিও জৈন দম্পতির ওপর হামলার কারণ হতে পারে।
ওয়েব ডেস্ক : রাতবিরোতে জৈন দম্পতির বাড়িতে কেন হামলা চালাল রশনলাল? তদন্তে উঠে আসছে একাধিক তথ্য। জানা গেছে নরেন্দ্র জৈন রেসের বুকি ছিলেন। কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ ও মুম্বইয়ে তিনি বুকির কাজ করতেন। কলকাতাতেও নরেন্দ্রর ১৪ থেকে ১৫টি ঘোড়া রেসে নামত। পুলিসের অনুমান রেসের মাঠের রেষারেষিও জৈন দম্পতির ওপর হামলার কারণ হতে পারে।
আরও পড়ুন- কালীঘাটে আক্রান্ত ব্যবসায়ী দম্পতি, কাটা গেল স্ত্রীর হাত
প্রসঙ্গত, ব্যবসায়ী নরেন্দ্র জৈনের বাড়িতে আসেন তাঁর আত্মীয় রশন লাল ও তাঁর সঙ্গী সুনীল। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরেই জৈন দম্পতিকে নিয়ে ছাদে যায় তাদের আত্মীয় রশন লাল। সেখানে হঠাই ধারালো অস্ত্র নিয়ে নরেন্দ্রর ওপর চড়াও হয় রশন। বাধা দিতে গিয়ে হাত কাটা যায় নরেন্দ্র জৈনের স্ত্রী সরলা জৈনের। এরপরেই বাড়ি ছেড়ে চম্পট দেয় রশন লাল ও তাঁর বন্ধু।