নিজস্ব প্রতিবেদন: বাংলায় কি এবার বিজেপির প্রচারে আসছেন অনাবাসী ভারতীয়রা? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে ফেসবুক লাইভ করল নব বঙ্গ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলিকন ভ্যালিতে কর্মরত ভারতীয়দের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর সঙ্গে ছিলেন নব বঙ্গের আহ্বায়ক সৌমেন পুরকায়স্থ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নব বঙ্গের আহ্বায়ক সৌমেন পুরকায়স্থের কথায়, "বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।গণতন্ত্র হরণ হচ্ছে প্রতিদিন। মহিলাদের নিরাপত্তা নেই। বাংলায় শিল্পের হাহাকার। রবীন্দ্র-নজরুল চর্চা হয় না। চারদিকে অবসাদ, হানাহানি, সাম্প্রদায়িক অস্থিরতা। বাংলায় নব জাগরণ প্রয়োজন হয়ে পড়েছে।" নব বঙ্গের মুখ্য রাজ্য সংযোজক সুমন চক্রবর্তী বলেন, "নব বঙ্গের প্রাণপুরুষ সৌমেন দার নেতৃত্বে সবাই মিলে আমরা নব বঙ্গ গঠন  করব।" 



সূত্রের খবর, ২০১৯ ও ২০২১ সালের আগে বাংলার সুশীল সমাজকে পাশে পেতে নব বঙ্গের মোড়কে একটি সংগঠন খুলেছে বিজেপি। ফেসবুক লাইভে কৈলাস বিজয়বর্গীয় আসার পর তা আরও স্পষ্ট হল বলে মত রাজনৈতিক মহলের। 


আরও পড়ুন- 'নব বঙ্গে'র মোড়কে লোকসভায় নজর মোদীর