নিজস্ব প্রতিবেদন : আরও কড়া হচ্ছে নবান্নের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা আঁটসাট করতে নবান্নে আরও বাড়ছে সিসিটিভি ক্যামেরার সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্তমানে নবান্নে মোট ১৫০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলির বেশ কিছু রয়েছে নবান্ন চত্বরে, আর বাদ বাকিগুলি রয়েছে ভবনের বিভিন্ন তলে। এবার সেই সংখ্যাটি বাড়িয়ে ২৪৪ করা হবে। এক তলা থেকে ১৪ তলা, নবান্নের প্রত্যেক তলাতেই নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।


একইসঙ্গে জানা গেছে, নবান্নে প্রবেশ ও বাইরে যাওয়ার গেটের সংখ্যা বাড়ানো হবে। নতুন প্রতিটি গেটেই সিসিটিভি ক্যামেরা বসানো হবে। উল্লেখ্য, প্রথমে নবান্নে নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরার সংখ্যা ছিল হাতে গোনা। ধাপে ধাপে বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হয়।


আরও পড়ুন, ভুয়ো তথ্য পেশের অভিযোগ, দিলীপ ঘোষকে শিক্ষাগত যোগ্যতার নথি দেখাতে বলল হাইকোর্ট


যত দিন গেছে নবান্নে বিভিন্ন কাজে প্রয়োজনে মানুষের আনাগোনা বেড়েছে। আর তাই নবান্নের নিরাপত্তা ব্যবস্থা ফের ঢেলে সাজাতে চায় সরকার।