ওয়েব ডেস্ক: জমিকাণ্ড নাকতলায়। প্রায় বিয়াল্লিশ কাঠার একটি জমি নিয়ে বিবাদ। জল গড়াল হাইকোর্টে। উনিশশো বাহাত্তরে লীনা দত্ত নামে এক মহিলার এই জমিটি উন্নয়নের কাজে অধিগ্রহণ করে সরকার। কিন্তু সেখানে একটি পাম্পিং স্টেশন ছাড়া আর কিছুই এতদিনে করে উঠতে পারেনি সরকার। ফলে জমি ফেরতের দাবিতে হাইকোর্টে মামলা করেন লীনা দত্ত। গত পাঁচই অক্টোবর হাইকোর্ট রায় দেয়, জমির মালিককে জমি ফিরিয়ে দিতে হবে। একজন স্পেশাল অফিসার নিয়োগ করে হাইকোর্ট। কলকাতা পুলিস কমিশনার, ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর এবং কলকাতা মিউনিসিপ্যাল ওয়াটার অ্যান্ড ফুয়ারেজ অফিসারের উপস্থিতিতে জমি ফিরিয়ে দিতে বলে হাইকোর্ট। সেইমতো আজ তাঁরা প্রক্রিয়া শুরু করতে গেলে বাধা দেয় স্থানীয় ক্লাব। সবুজ বাঁচানোর দাবি তুলে তারা হাইকোর্টে আবেদন জানায়। কলকাতা পুরসভার কোনও প্রতিনিধি উপস্থিত না থাকায় জমি ফেরানো যায়নি। আজ মামলাও ওঠেনি হাইকোর্টে।