সুতপা সেন: ঘোষণা হয়েছিল আগেই। এবার আজই রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন বি পি গোপালিকা। অন্যদিকে, স্বরাষ্ট্র সচিব হচ্ছে নন্দিনী চক্রবর্তী। একসময় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয় রাজভবন। স্বরাষ্ট্র সচিবের পদে ছিলেন বি পি গোপালিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দশকেরও বেশি সময় ধরে ফেরার, গ্রামে ফিরতেই গ্রেফতার 'মাওবাদী'


নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ সালের আইএএস অফিসার। বর্তমানে তিনি ছিলেন পর্যটন দফতরের মুখ্যসচিব। গুরুত্বপূর্ণ বিষয় হল ১২ জন অতিরিক্ত মুখ্যসচিবকে টপতে স্বরাষ্ট্র সচিবের পদে যাচ্ছেন নন্দিনী। অতীতে ঐত্রী ভট্টাচার্য প্রিন্সপ্যাল সেক্রেটারি ছিলেন। তাঁকে স্বরাষ্ট্র সচিব পদে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণভাবে দেখা যায় অতিরিক্ত হোম সেক্রেটারি পদে যারা থাকেন তাদেরই স্বারাষ্ট্র সচিব পদে আনা হয়ে থাকে।ঐত্রী ভট্টাচার্যের ক্ষেত্রে সেই প্রথার ব্যতিক্রম হয়েছিল। ফের একবার তা হল নন্দিনী ভট্টাচার্যের ক্ষেত্রে।রাজ্যপালের সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেওয়ার পরই নন্দিনীকে পর্যটন দফতরের সেক্রেটারির পদে আনা হয়। এবার তাঁকে স্বারাষ্ট্র সচিবের পদে আনা হয়।


অন্যদিকে, স্বারাষ্ট্র সচিবের পদ থেকে মুখ্যসচিবের পদ আনা হচ্ছে বি পি গোপালিকাকে। ২০২১ সালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পর মুখ্যসচিবের দায়িত্ব নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই সময় স্বরাষ্ট্র সচিবের পদে ছিলেন গোপালিকা। তার আগে প্রাণীসম্পদ, পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন ১৯৮৯ ব্যাচের আইএএস গোপালিকা। ২০২৪ সালের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)