নিজস্ব প্রতিবেদন: আজই কলকাতা হাইকোর্টে হতে চলেছে নারদ মামলার শুনানি। ইয়াসের কারণে ২৬ ও ২৭ মে সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশের বদল হল বুধবার রাতে। আদালতের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হল, বৃহস্পতিবার সকাল ১১টায় বৃহত্তর বেঞ্চে হতে চলেছে নারদ মামলার শুনানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার হাইকোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মামলার শুনানি সম্ভব নয়। ২৭ মে পর বিজ্ঞপ্তি জারি করে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। ২৬ মে, বুধবার জানান হল, বৃহস্পতিবার বৃহত্তর বেঞ্চে হবে নারদ মামলার শুনানি। আইনজ্ঞ মহলের ধারণা, ইয়াসের কোনও প্রভাবই পড়েনি কলকাতায়। সে কারণে আগের নির্দেশ বদল করল হাইকোর্ট।   


মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খায় সিবিআই (CBI)। মামলা কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের বৃহত্তর বেঞ্চে ফেরত পাঠায় শীর্ষ আদালত। তারা জানায়, 'সিবিআইয়ের আইনজীবী স্বীকার করেছেন, হাইকোর্টে মামলার শুনানি চলছে। সমস্ত বিষয় ৫ সদস্যের বিচারপতিদের বেঞ্চেই পেশ করুন।'


আরও পড়ুন- বিধি মানতে রাজি? 'শীঘ্র, সম্ভব হলে আজই জানান', ফেসবুক-টুইটারকে কড়া চিঠি কেন্দ্রের