ওয়েব ডেস্ক : নারদ স্টিংয়ের গোটা ঘটনাটা বিস্তারিত জানতে চায় আদালত। ঘটনার সূত্রপাত কীভাবে, ঘটনাক্রম এগোল কীভাবে, শেষ দৃশ্যে কীভাবে টাকা দেওয়া হল,  সবটাই  জানাতে হবে। আজ এমনটাই নির্দেশ দিল অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর বেঞ্চ।


আদালত বলে, শুধুমাত্র টাকা নেওয়ার দৃশ্যের ভিত্তিতে তদন্ত হতে পারে না । ক্ল্যাইম্যাক্স দেখে কোনও সংস্থাকেও তদন্তের নির্দেশ দেওয়া যায় না । পুরো ঘটনাক্রম জানা জরুরি। সেইসঙ্গে আরও বলা হয়েছে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে ২রা নভেম্বরের মধ্যে পুরো ঘটনা হলফনামা দিয়ে জানাতে হবে। পরবর্তী নির্দেশ পর্যন্ত ম্যাথু স্যামুয়েলকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছে হাইকোর্ট।