নিজস্ব প্রতিবেদন: নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটককে কেন যুক্ত করা হয়েছে? এই বিষয়ে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে রিজয়েন্ডার দিল রাজ্য। একই মর্মে রাজ্যের শীর্ষ আদালতে রিজয়েন্ডার দিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ও। অন্যদিকে হাইকোর্টে ফের পিছল নারদ মামলার শুনানি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আদালতের কাছে ১০ দিন সময় চান সিবিআই-এর আইনজীবীরা। যদিও এর বিরোধিতা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিবিআই-এর আইনজীবীকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মামলায় শুনানিতে অতিরিক্ত সময় দেওয়া যাবে না। তাই এবার আবেদন গ্রহন করা হলেও আর ব্রেক নেওয়া হবে না।" এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর হবে পরবর্তী শুনানি। 


আরও পড়ুন: Howrah: দ্বিতীয় হুগলি সেতুতে ঘুড়ির মাঞ্জায় কাটল গলা, আশঙ্কাজনক হাওড়ার ব্যবসায়ী


আরও পড়ুন: CPIM: প্রথমবারেই বিপত্তি! আলিমুদ্দিনে কিছুটা উঠল উল্টো পতাকা, সামাল দিলেন সেলিম