ওয়েব ডেস্ক: নারদ কাণ্ডে CBI অফিসে ম্যাথু স্যামুয়েল। তোলাবাজি সংক্রান্ত মামলায় আজ তাঁকে তলব করে মুচিপাড়া থানা। কিন্তু, তার আগে ম্যাথু চলে যান CBI দফতরে। তাঁর অভিযোগ, তোলাবাজির মামলায় ডেকে নারদ সংক্রান্ত নথি চাইছে কলকাতা পুলিস। CBI-কে তিনি বিষয়টি জানাবেন। CBI অফিস থেকে বেরিয়ে আজ তিনি মুচিপাড়া থানায় যাবেন বলেও জানিয়েছেন ম্যাথু। 


নারদ-কাণ্ডে CBI-এর কাছে হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। আজ তাঁকে নিজাম প্যালেসে তলব করে CBI। সুলতানের আইনজীবী CBI অফিসে গিয়ে তাঁর মক্কেলের হাজিরার জন্য কয়েকদিন সময় চান। নারদ মামলায় শাসকদলের দ্বিতীয় জনপ্রতিনিধি হিসাবে সুলতান আহমেদকে ডেকে পাঠায় CBI। FIR-এ তাঁর নাম রয়েছে। এর আগে, সুলতান আহমেদের ভাই ইকবাল আহমেদ এই মামলায় CBI-এর কাছে হাজিরা দেন।