ওয়েব ডেস্ক: কলকাতা পুলিসের সমনের জবাব দিলেন নারদকর্তা। মেলে সমন প্রত্যাহারের আর্জি জানিয়েছেন নারদ কর্তা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেলে তিনি জানিয়েছেন ২৩ জুনের ইমেল-এ তাকে অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনারের কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ডাকযোগে তিনি কোনও চিঠি পাননি। কলকাতা পুলিসের থেকেও কোনও ফোনও পাননি।



নারদ কর্তা মেলে জানিয়েছেন, বিষয়টি মাননীয় কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তিনি স্টিং অপারেশনের সমস্ত তথ্য, সামগ্রী, আসল ফুটেজ এবং সব সরঞ্জাম হাইকোর্টে জমা দিয়েছেন।


নারদ তদন্তে আইপিএস সৈয়দ মহম্মদ হুসেন মির্জার ভূমিকা খতিয়ে দেখতে চায় লালবাজার
ম্যাথু স্যামুয়েল মেলে জানিয়েছেন, ২৪ জুন মাননীয় হাইকোর্ট হায়দরাবাদ ফরেনসিক ল্যাবকে নির্দেশ দিয়েছে সব সামগ্রী চণ্ডীগড় ফরেনসিক ল্যাব-এ পাঠাতে। এর আগে ২০ জুন হাইকোর্ট জানিয়েছে হাইকোর্টের রায়ই চূড়ান্ত। নারদ কর্তার আবেদন, তাঁর উদ্দেশ্যে হাজিরার নির্দেশ প্রত্যাহার করা হোক