নারদ কাণ্ডে ইডির ১০ ঘণ্টার জেরার মুখে অপরূপা পোদ্দার
ওয়েব ডেস্ক: নারদ কাণ্ডে সাংসদ অপরূপা পোদ্দারকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তলব পাওয়ার পর আজ সকালে ইডি দফতরে হাজিরা দেন অপরূপা। এরপরই শুরু হয় তাঁকে জিজ্ঞাসাবাদ। নারদের স্টিং ভিডিওতে দেখা গিয়েছিল আরামবাগের সাংসদকে। ইডি সূত্রে খবর, কী কারণে টাকা নিয়েছিলেন তিনি, তা জানতে চাওয়া হয় অপরূপার কাছ থেকে। ইতিমধ্যেই সাংসদের বাড়ি গিয়ে তাঁকে জেরা করেছে সিবিআই। এবার ইডি জেরার মুখোমুখি হলেন আরামবাগের সাংসদ।
উল্লেখ্য, এর আগে নারদ কাণ্ডে তাঁকে যুক্ত করায় আদালতে অপরূপা জানান যে, যেসময় এই স্টিং অপারেশন চালানো হয়েছিল তখন তিনি সাংসদ ছিলেন না। ফলে এই ঘটনায় তাঁকে জড়ানো উচিত নয়।