নারদ-কাণ্ডে সিবিআই তলবে আজ নিজাম প্যালেসে সুলতান আহমেদ
নারদ-কাণ্ডে এবার তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে তলব করল সিবিআই। আজ নিজাম প্যালেসে তাঁকে ডাকা হয়েছে। তৃণমূল সাংসদকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নারদ মামলায় শাসকদলের দ্বিতীয় জনপ্রতিনিধি হিসাবে সুলতান আহমেদকে ডেকে পাঠাল সিবিআই। এফআইআর-এ তাঁর নাম রয়েছে। এর আগে, সুলতান আহমেদের ভাই ইকবাল আহমেদ এই মামলায় সিবিআই-এর কাছে হাজিরা দেন।
ওয়েব ডেস্ক: নারদ-কাণ্ডে এবার তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে তলব করল সিবিআই। আজ নিজাম প্যালেসে তাঁকে ডাকা হয়েছে। তৃণমূল সাংসদকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নারদ মামলায় শাসকদলের দ্বিতীয় জনপ্রতিনিধি হিসাবে সুলতান আহমেদকে ডেকে পাঠাল সিবিআই। এফআইআর-এ তাঁর নাম রয়েছে। এর আগে, সুলতান আহমেদের ভাই ইকবাল আহমেদ এই মামলায় সিবিআই-এর কাছে হাজিরা দেন।
সিবিআই সূত্রে খবর সুলতান আহমেদের জন্য তৈরি রাখা হয়েছে একাধিক প্রশ্ন।
ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে তিনি কেন টাকা নিয়েছিলেন?
সেই টাকা কোথায় গিয়েছে? টাকার বদলে ম্যাথুকে কী প্রতিশ্রুতি দেওয়া হয়?
কার মাধ্যমেই বা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে সুলতান আহমেদের যোগাযোগ হয়?
তৃণমূল সাংসদকে এসব প্রশ্নই করতে পারেন গোয়েন্দারা। (আরও পড়ুন- নারদকাণ্ড: তৃণমূল সাংসদ সুলতান আহমেদ এবং নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে একই সঙ্গে তলব সিবিআইয়ের )