ওয়েব ডেস্ক : দেহ আটকে রাখার অভিযোগ এবার সরকারি হাসপাতালের বিরুদ্ধে। অবাক লাগলেও এটাই সত্যি। আর এ নিয়ে তোলপাড় ন্যাশনাল মেডিক্যাল কলেজ। মৃত রোগীর দেহ আটকে রাখলেন খোদ জুনিয়ার ডাক্তাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাতে শ্বাসকষ্ট নিয়ে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি হন পাপড়ি চ্যাটার্জি। রাত সাড়ে তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। জুনিয়ার ডাক্তারদের দাবি, তাদের মারধর করেছেন রোগীর পরিজনের। আর এই অভিযোগ তুলেই পাপড়ি চ্যাটার্জির দেহ আটকে রেখে দেন তাঁরা। এর জেরে শিকেয় ওঠে হাসপাতালের কাজকর্ম।



সংবাদমাধ্যমে এই খবর দেখানোর পরই শুরু হয়ে যায় হইচই। শেষে দেহ ছেড়ে দিতে বাধ্য হয় জুনিয়ার ডাক্তাররা। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি। পরিবারের তিনজনকে আটকে রাখা হয়েছে হাসপাতালে। তাদের ছেড়ে দিতে হবে। পাল্টা এই দাবিতে দেহ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা।


আরও পড়ুন, রাজ্যে স্বাস্থ্য বিল দ্রুত কার্যকর করতে গঠিত ১১ সদস্যের কমিশন