ওয়েব ডেস্ক: পুজোর আগে অটো পলিসির খসড়ায় ভাড়া নিয়ে নির্দিষ্ট কোনও প্রস্তাব নেই। তবে অটো নিয়ে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর। বেআইনি অটোকে বৈধ করার চিন্তাভাবনা রয়েছে রাজ্যের। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে।  তবে ভাড়া সমস্যা মেটানো নিয়ে সমাধান অধরাই থাকল খসড়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়া অটো নীতির খসড়া প্রকাশ করল পরিবহণ দফতর। তবে খসড়ায় অটোর ভাড়া নিয়ে নির্দিষ্ট কোনও প্রস্তাব নেই। মিটারে অটো চলবে কি না, সেবিষয়েও কোনও দিকনির্দেশ নেই খসড়ায়। তবে অনুমোদনহীন অটোকে বৈধতা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে রাজ্যের। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। সময়সীমা জানিয়ে দেওয়া হবে  দ্রুত।


খসড়ায় প্রস্তাব রয়েছে...


অটোয় পারমিট, ফোর স্ট্রোক এলপিজি বাধ্যতামূলক। রুটের পুনর্বিন্যাস ও নতুন রুট চালুর চিন্তাভাবনাও রয়েছে রাজ্যের।


কাটা রুটে অটো চালানো যাবে না
পরিবর্তন করা যাবে না রুট
চারজনের বেশি যাত্রী তোলা যাবে না
অটোয় সাউন্ড বক্স, এলইডি আলো নয়
থাকতে হবে হাই সিকিউরিটি নম্বর প্লেট
চালকদের জন্য নির্দিষ্ট ব্যাগ রাখতে হবে


এছাড়া যাত্রী সুরক্ষায় নির্দিষ্ট টোল ফ্রি নম্বর চালু করছে রাজ্য। এই অটো নিয়ে যাবতীয় অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা।


শনি, রবি ও ছুটির দিন বাদ দিয়ে জানানো যাবে অভিযোগ..
টোল ফ্রি নম্বর-১৮০০৩৪৫৫১৯২
সকাল ১০টা থেকে বিকেল ৫.৩০ এর মধ্যে যোগাযোগ করা যাবে।
হোয়াটস অ্যাপেও জানানো যাবে অভিযোগ।
হোয়াটস অ্যাপ নম্বর-৮৯০২০১৭১৯১


তবে এত কিছুর পরেও কিন্তু অটোর ভাড়া সমস্যার সমাধান কিন্তু অধরাই থাকল।