নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর নয়া গাইডলাইন জারি করার পর করোনা আবহে মেট্রোর সংখ্যা কমাচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি বদলে যাচ্ছে মেট্রো চলাচলের সময়সূচিও। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৭ মে থেকেই কার্যকর হবে এই পরিবর্তন। বৃহস্পতিবার এই মর্মেই নির্দেশিকা জারি করল মেট্রো রেল। সোম-শনি প্রতিদিন ২৩৮টি মেট্রোর বদলে এবার থেকে চলবে ১৯২টি করে মেট্রো। এর মধ্যে ৯৬ টি আপ ও ৯৬ টি ডাউন ট্রেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোম থেকে শুক্র সকাল ৭টা ২০-র বদলে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষগামী দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮ টায়।  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টায়। তবে রবিবার  শেষ মেট্রো ছেড়ে যাবে  সন্ধে ৭.৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে, অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো ও কবি সুভাস থেকে ছেড়ে আসবে সন্ধে ৮টায়।  


আরও পড়ুন: লোকাল ট্রেনের পর লালগোলা সহ বন্ধ হল দূরপাল্লার ট্রেন, জেনে নিন তালিকা


প্রসঙ্গত, টোকেন চালু না করার সিদ্ধান্তই বজায় রাখল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। তবে কতক্ষণ অন্তর মেট্রো পাওয়া যাবে সে সম্পর্কে  কিছু জানান হয়নি।