ওয়েব ডেস্ক : নৌকাবিহারে রৌণককাণ্ডের পর নড়েচড়ে বসল প্রশাসন। বাবুঘাটের নৌকগুলি নিয়ে একদফা বৈঠক করল প্রশাসন। বৈঠকে ঠিক হয়েছে, নৌকাগুলি আদৌ বৈধ কিনা সোমবার থেকেই নজরদারি করবে পোর্ট ট্রাস্ট। কলকাতা পুলিস, বিপর্যয় মোকাবিলা বাহিনী যাত্রী নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নৌকায় শুধু মাঝি থাকলেই চলবে না। যাত্রী নিরাপত্তায় নৌকায় থাকতে হবে আরও দুই কর্মীকে। সঙ্গে রাখতে হবে প্রাথমিক চিকিত্‍সার সরঞ্জাম ও লাইফ জ্যাকেট। নৌকায় পার্টি করায় নিষেধাজ্ঞা থাকছে। মর্জিমাফিক যাত্রী তোলা রুখতে নজরদারি চলবে।


আরও পড়ুন, এখনও খোঁজ মিলল না মাঝ গঙ্গায় তলিয়ে যাওয়া যাদবপুরের ছাত্র রৌণকের