ওয়েব ডেস্ক : এয়ারপোর্টের পর এবার কলকাতা বন্দর এলাকায় পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ জারি হল।  দ্বিতীয় হুগলি ব্রিজে পণ্যবাহী যান চলাচলে রাশ টানল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল ৮টা - রাত ৮ টা পর্যন্ত ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাঝারি ও হাল্কা পণ্যবাহী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাল্কা ও মাঝারি পণ্যবাহী যানের ক্ষেত্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ কার্যকর হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে।


বহু ব্যবসায়ীর আশঙ্কা, বন্দর এলাকায় যান নিয়ন্ত্রণের ফলে সমস্যায় পড়তে হবে তাঁদের। কন্টেনার ওঠানো নামানো নিয়ে বন্দরে গুন্ডাগিরি আরও বাড়বে। রাতের নির্দিষ্ট সময়ের মধ্যে মাল খালাস করা নিয়েও নানা সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক ক্ষেত্রেই নষ্ট হতে পারে বহু পণ্য। ইতিমধ্যেই নির্দেশ পেয়ে বৈঠক করেছেন বন্দর কর্তৃপক্ষ।