ওয়েব ডেস্ক: আলিপুর চিড়িয়াখানায় নতুন মুখ। আজ থেকেই দুই জেব্রা শাবক কে চিড়িয়াখানার দর্শণার্থীদের জন্য সামনে আনা হল। দীপাবলির আগে জন্ম হলেও এতদিন দর্শণার্থীদের সামনে আনা হয়নি। পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিড়িয়াখানার  নতুন সদস্যদের দেখতে পর্যটকদের উত্‍সাহের শেষ নেই। দুই জেব্রা শাবক নিয়ে আলিপুর চিড়িয়াখানায় জেব্রা পরিবারের সদস্য সংখ্যা বেড়ে হল সাতজন।


অন্যদিকে, প্রায়ই রোজই শহরের নানা প্রান্তে পাওয়া যাচ্ছে আগুন লাগার খবর। এদিন যেমন সকালবেলাতেই গার্ডেনরিচে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন লাগার খবর। সকাল আটটা নাগাদ আগুন লাগে। গোডাউনে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গোডাউনের পাশেই রয়েছে দুটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে রয়েছে বড় বিপদের আশঙ্কা।