নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনওভাবেই যেন রোখা যাচ্ছে না সংক্রমণ। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতাতেই। কলকাতায় ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্য়া। এই পরিস্থিতিতে নিউটাউনে ২টি বড় বাজার বন্ধের সিদ্ধান্ত নিল বাজার কমিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গৌরাঙ্গনগর বাজার ৩ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল। ৫ দিনের জন্য বন্ধ থাকবে জ্যোতিনগর বাজারও। কোনওভাবেই যাতে বাজার থেকে করোনা সংক্রমণ না ছড়ায়, সেই কারণেই এই সিদ্ধান্ত। শুধু বাজার বন্ধ করা-ই নয়, একইসঙ্গে বাজারগুলি স্যানিটাইজার করার সিদ্ধান্তও নিয়েছে বাজার কমিটি। প্রসঙ্গত, নিউটাউনে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আতঙ্কে মানুষ।


এবার তাই বাজারে ভিড়ের কথা মাথায় রেখেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজারগুলিতে প্রতিদিন সকাল বিকাল বহু মানুষ বাজার করতে ভিড় জমাচ্ছিলেন। অনেকেই সুরক্ষাবিধি না মেনে মাস্ক ছাড়া-ই বাজারে আসছিলেন। সামাজিক দূরত্বও মানছিলেন না। এবার তাই কড়া হল কর্তৃপক্ষ।


আরও পড়ুন, করোনার কোপে একুশে জুলাই, এবার ভার্চুয়াল শহিদ স্মরণ তৃণমূলের