নিজস্ব প্রতিবেদন : পাড়ায় বা আবাসনে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে যাচ্ছে। আক্রান্তের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে আসছে। এমন ব্যবহার করা পাচ্ছে, যেন তাঁরা বিরাট দোষ করেছেন। রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তদের সঙ্গে যখন চরম খারাপ ব্যবহারের খবর সামনে আসছে, তখনই সম্পূর্ণ অন্যরকম ছবি নিউটাউনের কিছু আবাসনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুদিন আগেই নিউটাউনের একটি আবাসনে কোভিড পজেটিভ পাওয়া যায়। যে ফ্ল্যাটে করোনা আক্রান্ত ধরা পড়ে, তাঁরা তখন তখনই আবাসনের বাকি লোকদেরে জানান। সঙ্গে সঙ্গেই আবাসনের বাসিন্দারা আক্রান্তের পরিবারকে জানায়, মানসিকভাবে তাঁরা পাশে রয়েছেন। তৈরি করা হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেহেতু রোগী উপসর্গহীন, তাই নিজের বাড়িতেই আছেন তিনি। প্রতিদিন এখন সেই পরিবারকে ফোন করা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়া সবটাই করছেন আবাসনের লোকেরা।


নিউটাউন ফোরামের তরফ থেকেও তৈরি করা হয়েছে কোভিড ওয়্যার রুম। যেখানে কোনও আবাসনে কেউ আক্রান্ত হলে, ভলেন্টিয়ার্সরা তাঁদের সাহায্যে এগিয়ে আসছেন। তাঁদের সঙ্গে কথা বলা, মনের জোর বাড়ানো, প্রয়োজনী জিনিস এনে দেওয়া, তাতে অগ্রণী ভূমিকা পালন করছেন। শুধু একটা আবাসন নয়, নিউটাউনের বেশ কিছু আবাসনে এইভাবেই আবাসিকরা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন। জানা যাচ্ছে, এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন কোভিড পজেটিভ ওই ব্যক্তি।


আবাসিক সমীর শর্মা বলেন, "এটা যে কারোও সঙ্গে হতে পারে। আমরা নিজেরা তাই ওদের বললাম ওদের চিন্তা নেই। ওদের পাশে আমরা থাকব। আমরা রোজ ফোন করি। ওদের অক্সিমিটার দেওয়া হয়েছে NKDA থেকে। ওরা যা লাগবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তার তালিকা পাঠায়, আমরা দিয়ে আসি।" করোনার বিরুদ্ধে লড়াই যে কারও একার নয়, একমাত্র সহযোগিতার মাধ্যমেই যে এই লড়াই জেতা সম্ভব, সেই সচেতনতার বার্তা-ই তুলে ধরছে নিউটাউনের আবাসনগুলি।


আরও পড়ুন, করোনার কার্যকর প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছেন, দাবি নাইজেরীয় বিজ্ঞানীদের