নিজস্ব প্রতিবেদন: 'ভোট পরবর্তী অশান্তি' মামলায় বৃহস্পতিবার CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সিট গঠন করা হবে। খুন, ধর্ষণ, গুরুতর অপরাধের ক্ষেত্রে তদন্তে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করবে ৩ সদস্যের সিট। সিবিআই ও সিট ৬ সপ্তাহ পর রিপোর্ট দেবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা হাইকোর্টের রায়ের প্রসঙ্গে এদিন সৌগত রায় বলেন, ''রায়ে আমি অখুশি। আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। সেখানে বারবার সিবিআই আসে সেটা কাম্য নয়। রাজ্য সরকার নিশ্চয়ই এর বিচার করবে প্রয়োজন মনে করলে আবেদন করবে। বিজেপি জনগণের আদালতে হেরে গিয়ে হাইকোর্টের আশ্রয় নিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কোনও এক্তিয়ার নেই বিষয়টি দেখার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 


আরও পড়ুন, Afghanistan: চোখেমুখে এখনও আতঙ্ক, কাবুল থেকে প্রাণ নিয়ে ফিরলেন পিকনিক গার্ডেনের যুবক


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ''দল পুরোটা বিচার করার পরও আইনি পদক্ষেপ নেওয়া হবে। হাইকোর্টের রায় নিয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরই দলের বক্তব্য জানানো হবে। বিজেপির শাখা সংগঠনের মত কাজ করেছে NHRC। ভোটে হেরে NHRC কে ব্যবহার করেছে বিজেপি। ত্রিপুরার সন্ত্রাসে NHRC কোথায় ছিল?  NHRC-র রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের শীর্ষ নেতৃত্ব পুরোটা খতিয়ে দেখবে।  আইনের পথ খোলা রয়েছে। গণতান্ত্রিক পথেই বাকি পথ চলা হবে।'' 


প্রসঙ্গত, বাংলার ভোট পরবর্তী অশান্তি মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট। ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে। বিচারপতিদের এই বেঞ্চে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)