অর্ণবাংশু নিয়োগী: এবার হাইকোর্টে দারস্থ নির্বাচন কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে কমিশন। ভোট প্রক্রিয়ায় কীভাবে জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপ? প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ। মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের কাছে তারা জানতে চেয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের কি আদৌ রাজ্য নির্বাচন কমিশনের উপর নজরদারি করার এক্তিয়ার আছে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Dilip Ghosh: 'নেতার ট্যাকে পিস্তল; নেতার গাড়িতে বোম; তারপরেও হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন’


কিছুদিন আগেই রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণা করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। তবে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নিয়ে প্রথম থেকেই অশান্তি অব্যাহত। ৮ জুলাই একদফাতেই  দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। মনোনয়ন জমার সময় যথোপযুক্ত নয়, এই দাবিতেই পঞ্চায়েত মামলায় হাইকোর্টে সওয়াল-জবাব শুরু হয়। 


পঞ্চায়েত মামলায় কমিশনকে আদালত প্রশ্ন করে, যে দিনে বিজ্ঞপ্তি সেই দিনেই মনোনয়ন জমা শুরু কীভাবে? মনোনয়ন জমা নেওয়ার জন্য সবাই প্রস্তুত ছিল? পাল্টা হাইকোর্টে কমিশন জানায়, নির্বাচনে ৭দিন সময় দেওয়া হয়েছিল। এমনকী কলকাতা হাইকোর্ট জানায়, পঞ্চায়েত ভোটে আইন-শৃঙ্খলার কাজে ব্যবহার করা যাবে না সিভিক পুলিসকে। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানোর পক্ষে কলকাতা হাইকোর্ট। 


মনোনয়ন ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা রণক্ষেত্রে চেহারা নিয়েছে। অশান্তির আবহেই মনোনয়ন-পর্বে গোলমালের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে জাতীয় মানবাধিকার কমিশন। আর তাকেই অতিসক্রিয়তা বলে দাবি করেছে রাজ্য কমিশন। এদিকে পঞ্চায়েত মামলার রায়ে আদালত জানিয়ে দিয়েছে, 'কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট'। 


মনোনয়নের সময়সীমা না বাড়লেও 'আপাতত স্পর্শকাতর জেলায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। বাকি যে জেলাগুলিতে পর্যাপ্ত রাজ্য পুলিস থাকবে না, সেই জেলাগুলিতেও মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। সব বুথে লাগাতে হবে সিসিটিভি, না হলে ডিভিয়োগ্রাফি করতে হবে', জানিয়ে দেয় হাইকোর্ট। 



আরও পড়ুন, Panchayat Election 2023: 'কোর্ট অর্ডার হাতে আসেনি', বললেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)