নিজস্ব প্রতিবেদন: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এনিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হল এনআইএকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৮ সেপ্টেম্বর অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি হয়। ওই বাড়িতেই থাকেন অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। ফলে প্রশ্ন ওঠে সাংসদ-বিধায়কের নিরাপত্তা নিয়ে। এদিন বোমা মারা হয় বাডি়র দেওয়ালে। ওই বোমাবাজির ঘটানায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। ঘটনার সময় বাড়িতে ছিলেন না অর্জুন সিং। তিনটি বোমা মেরে পালায় দুষ্কৃতীরা।


আরও পড়ুন-Kolkata: বিষ্ণুপুরের বিজেপি MLA-র বিধায়কপদ খারিজের দাবিতে স্পিকারকে চিঠি শুভেন্দু অধিকারীর


ওই ঘটনার পর একটা প্রাথমিক তদন্ত শুরু করেছিল এনআইএ। এরপর আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ওই ঘটনার তদন্তভার নিয়েছে। এনিয়ে তারা একটি মামলাও রুজু করেছে বলে জানা যাচ্ছে।  এনআইএ সূত্রে খবর, মঙ্গলবার সম্ভবত ঘটনাস্থলে যেতে পারেন এনআইএর তদন্তকারীরা। গত ৮ সেপ্টেম্বর দিনেদুপুরে আসলে কী ঘটেছিল তা জানার চেষ্টা করবেন গোয়েন্দারা।


আরও পড়ুন-Post-Poll Violence: 'NHRC প্যানেলের কে কে নিরপেক্ষতা নয়? সেই তালিকা দিন' বলল সুপ্রিম কোর্ট  


উল্লেখ্য, বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের একটি বড়সড় রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একজন সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে ওই ঘটনার একটি প্রাথমিক অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিল। এনিয়ে তথ্য সংগ্রহের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত। ফলে আজই দিল্লিতে এনিয়ে মামলা হয়েছে। পাশাপাশি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। 


এনআইএর তদন্ত নিয়ে অর্জুন সিং বলেন, এনআইএ তদন্ত করলে পর্দার পেছনে কে রয়েছে তা বেরিয়ে আসবে। তাই তদন্তভার এনআইএকে দেওয়া হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)