নিজস্ব প্রতিবেদন: মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে কার্যত ছুট দিলেন নির্মল মাঝি। তৃণমূল নেত্রীর সুরেই জুনিয়র ডাক্তারদের বহিরাগত তকমা দিয়েছিলেন তৃণমূলের চিকিত্সক নেতা। তার প্রতিবাদেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন হবু ডাক্তাররা।       
জুনিয়র ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়াতে এদিন মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘরে ইস্তফাপত্র জমা দিচ্ছিলেন চিকিত্সকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জুনিয়র ডাক্তারদের আন্দোলন কার্যত দলনেত্রীর সুরেই বহিরাগত যোগের তত্ত্ব দেন নির্মল মাঝি। গতকাল তিনি বলেছিলেন, হোস্টেলগুলিতে অবাঞ্চিত লোক ভরে গিয়েছে। তাদের তাড়ানো হবে। এনআরএসে যে দুজন ডাক্তার নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা বহিরাগত। চিকিত্সকদের রেজিস্ট্রেশন নিয়ে ভাবতে বলে হুঁশিয়ারিও দেন নির্মল মাঝি।   



মমতা বলেছিলেন, ''শপথ নেন ডাক্তাররা। আমরা মানবসেবার কাজে যুক্ত। ধর্মঘটী চটকল শ্রমিক ন‌ই। আন্দোলন ৩দিন ধরে চলেছে। আমরা সমব‍্যথী। বিদ‍্যাসাগরের মূর্তি পুনঃপ্রতিষ্ঠার দিন‌ই মুখ‍্যমন্ত্রী চন্দ্রিমাদি-র মাধ‍্যমে কথা বলতে চেয়ে ফোন করেন। কিন্তু টানা ১০ মিনিট উনি ফোন ধরে রাখার পর‌ও ওঁরা কথা বলতে চাননি। বেশিরভাগ‌ই ডাক্তার ভিনরাজ‍্য চলে যান। ব‍্যবহার নিয়েও সংবেদনশীল হতে হবে। ৫ দিন আগে পিজি থেকে রোগীকে বের করে দেওয়া হয়''। 


আরও পড়ুন- ভিডিয়ো: দেশ ছাড়িয়ে বিদেশ, এনআরএসে হামলার নিন্দা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের