জমি ফেরত দেওয়ার অর্থ শালবনিতে আর কারখানা করবে না জিন্দলরা। এমনই আশঙ্কা রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের। তাঁর মতে, শিল্প নিয়ে আদৌ মাথাব্যথা নেই রাজ্য সরকারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শালবনি ইস্পাত প্রকল্পে ২৯৪ একর জমি বিনামূল্যে কৃষকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিন্দলরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাষিরা জমি পেরত পাচ্ছেন ঠিকই। কিন্তু শালবনির ইস্পাত কারখানার ভবিষ্যত্‍ কী? রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের দাবি, জিন্দলরা আদৌ আর এই কারখানা করবে না। প্রাক্তন শিল্পমন্ত্রীর আশঙ্কা, এর পরিণতি হবে মারাত্মক। জিন্দালরাও চলে গেলে রাজ্যে আর কেউ বিনিয়োগ করতে আগ্রহ দেখাবে না।


রাজ্যে শিল্পের সামগ্রিক অবস্থা নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন নিরুপমবাবু। চাকরির আশায় জমি দিয়েছিলেন স্থানীয় চাষিরা।  জিন্দালরা জমি ফেরত দেওয়ায় অনিশ্চিত প্রকল্পের ভবিষ্যত্‍। নিরুপমবাবুর আক্ষেপ, এর ফলে বিশ বাঁও জলে স্থানীয় মানুষের কাজ পাওয়ার সম্ভাবনাও।