নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে কোপ কল্পতরুতেও! ১ জানুয়ারি কাশীপুর এবং দক্ষিণেশ্বরে আয়োজিত হচ্ছে না কল্পতরু উৎসব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভক্তমণ্ডলীর কাছে যথেষ্ট হতাশাজনক যে, এ বার আসন্ন নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারিতে চিরাচরিত ভাবে অনুষ্ঠিত হচ্ছে না কল্পতরু উৎসব। সংবাদ সূত্রে জানা গিয়েছে, এ বার দর্শনার্থী সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে। বন্ধ হচ্ছে অনুষ্ঠান। তবে ১ জানুয়ারি কল্পতরু উৎসবের দিনে কাশীপুরে যাবতীয় আচার-অনুষ্ঠান, পুজো-পাঠ দেখা যাবে কাশীপুর উদ্যানবাটীর নিজস্ব ওয়েবসাইটে।


শনিবার বিকেলে কাশীপুর থানার উদ্যোগে সাংবাদিক বৈঠক হবে উদ্যানবাটিতে। সেখানেই দর্শনার্থীদের উদ্দেশ্যে এই বার্তা প্রচারিত হবে বলে জানা গিয়েছে।


কল্পতরু উৎসব নিয়ে বাঙালি খুবই আবেগপ্রবণ। বছরের পর বছর ধরে ১ জানুয়ারির দিন কাশীপুর ও দক্ষিণেশ্বর চত্বরে ভিড় জমান অগণিত ভক্ত। ১৮৮৬ সালের ১ জানুয়ারির দিন সকালে কাশীপুর উদ্যানবাটীতে শ্রীরামকৃষ্ণের ভাবসমাধি ও সেই সময়ে ভক্তদের কৃপাদানকে কেন্দ্র করে দিনটিতে যে আধ্যাত্মিকতা জুড়ে গিয়েছে যুগ যুগ ধরে ভক্তেরা তা বিনম্রচিত্তে স্মরণ করে থাকেন।


Also Read: কোভিডকে তোয়াক্কা না করেই চালিয়ে ব্যাটিং ক্রিসমাসের, উদ্বিগ্ন চিকিৎসকমহল