ওয়েব ডেস্ক: ঢালাও ফলন। দাম একেবারে তলানিতে। মাথায় হাত রাজ্যের আলুচাষিদের। লাভের মুখ দেখা দুরে থাক, লোকসানের আশঙ্কা কৃষকদের রাতের ঘুম কেড়েছে। মন্দার এই দিনে বাজারের অবস্থাও বেহাল। শহর কলকাতার বাজারগুলোয় আলুর কোনও FIXED RATE-ই নেই। যেখানে যেমন, সেখানে তেমন। জ্যোতি থেকে চন্দ্রমুখী, দামের ফারাক থাকেই। তাই বলে একই আলুর ভিন্ন দর। লেকমার্কেট থেকে মানিকতলা মার্কেট। আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নারদ মামলায় সোমবারই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য


আলুর দর ---লেক মার্কেট
-------
জ্যোতি আলু ১০ টাকা
চন্দ্রমুখী আলু  ১৬ টাকা
প্যাকেট ভরা ছোট আলু ২০ টাকা


আলুর দর ---মানিকতলা বাজার
--------------
জ্যোতি আলু আলু ৭/৮ টাকা
চন্দ্রমুখী আলু ১০-১২ টাকা


কেন দামের এই ফারাক?হিমঘরে উপচে পড়ছে আলু। অতি ফলন দামের সঙ্কট। তাহলে সেই আলুর বাজার দরে এত ফারাক কেন? ঝোলে-চচ্চরি-দমে বা ভাজায় আলু না হলে, যে বাঙালির মেনু অচল, বাজারে গিয়ে তাদের মনে এই প্রশ্নই ঘুরপার খাচ্ছে।


আরও পড়ুন  মারামারির ঘটনায় গ্রুপ অফ বারস্ এর মালিক জগজিত্‍ সিং গ্রেফতার