পিয়ালি মিত্র: মৃত বিজেপি (BJP) যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার (Arjun Chourasia) ভিসেরাতে মেলেনি অ্যালকোহল। মেলেনি মিথাইল অ্যালকোহল, পেস্টিসাইডস, সায়ানাইড  বা তেমন কোনওকিছুরই অস্তিত্ব। ভিসেরা রিপোর্টে এমনটাই উল্লেখ। রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলিপুর কমান্ড হাসপাতালে হয় মৃত বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার দেহের ময়নাতদন্ত।  আলিপুর কমান্ড হাসপাতালের তিন সদস্যের টিম এই ময়নাতদন্ত করে। ময়নাতদন্তের সময় আরজিকর এবং কল্যাণী হাসপাতালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দক্ষিণ ২৪ পরগনার  CJM-এর উপস্থিতিতেই হয় ময়নাতদন্ত।


আলিপুর কমান্ড হাসপাতালে হওয়া অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্টে আগেই মিলেছিল আত্মহত্যার ইঙ্গিত। সেই রিপোর্টে গলায় ফাঁস লেগে মৃত্যুর কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, যখন ঝোলানো হয়েছিল, তখনও অর্জুন চৌরাসিয়া জীবিত ছিলেন। নখের মধ্যে অন্য কোনও চামড়ার অস্তিত্ব পাওয়া যায়নি।


তবে তারপরেও বিজেপির তরফে আদালতে অভিযোগ করা হয় যে, মদ বা বিষ জাতীয় কিছু খাইয়ে খুন করা হয়ে থাকতে পারে যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়াকে। খুনের পর ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। এরপরই পুলিসকে ভিসেরা রিপোর্ট জমা দিতে বলে কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট ইতিমধ্যেই আদালতে জমা পড়েছে।


আরও পড়ুন, Waterlogging In Kolkata: বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে শহরবাসী, জি২৪ঘণ্টায় দাবি মেয়র পারিষদ তারক সিং-এর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)