নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। কলকাতা বিমানবন্দরের পর জানিয়ে দিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরও। সকালে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, কলকাতা বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা দুই যাত্রীর শরীরে মিলেছে করোনাভাইরাস। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আতঙ্কের কোনও কারণ নেই। খবর ভিত্তিহীন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনের উহান প্রদেশ থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। সে দেশে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। কলকাতা বিমানবন্দরে ব্যাংকক ফেরত দুই যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর ছড়ায়। তবে সেই খবর ভিত্তিহীন বলে জানিয়ে দেয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে,''এখনও পর্যন্ত বাংলায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। কলকাতা বিমানবন্দরের অধিকর্তাকে উদ্ধৃত করে বক্তব্য সঠিক নয়। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। নমুনা পরীক্ষায় কারও শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি।''                 


        


করোনাভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সদর্থক পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। সেই অভিযোগ নস্যাত্ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন,''বিভিন্ন দফতরের সঙ্গে ব্যক্তিগতভাবে তদারকি করছেন। ভাইরাস যাতে এদেশে না ছড়ায়, সে কারণে সবরকম পদক্ষেপ করছে ভারত সরকার।''    


আরও পড়ুন- গোলি মারো, ভারত-পাকিস্তান বলা উচিত হয়নি, দিল্লিতে গোহারা হয়ে বোধোদয় অমিতের