নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটে এরাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহরা (Amit Shah)। তবে এবারও 'বাংলার মেয়ে'র উপরই ভরসা রেখেছে রাজ্যবাসী। অচিরেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের স্বপ্নভঙ্গ হয়েছে। সামনে লক্ষ্য দিল্লি জয়। ২০২৪-এর লোকসভা ভোটেও তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান বিকল্প মুখ হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজধানী জয়ের জন্য ইতিমধ্যে বিজেপি বিরোধী সমমনস্ক দলগুলোকে একছাতার তলায় আনতে শুরু করেছে তৃণমূল। সেই তালিকায় কংগ্রেস, এনসিপি, সপা, শিবসেনা, আপ, ডিএমকে'র মতো দলগুলো রয়েছে। তবে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় তৃণমূল। যা স্পষ্ট শুক্রবার তৃণমূল মুখপাত্র 'জাগো বাংলা' (Jago Bangla)-য় প্রকাশিত একটি প্রতিবেদন। 


আরও পড়ুন: Metiaburuz: ৮ বছরের বালিকাকে 'যৌন নিগ্রহ', গ্রেফতার যুবক


আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় চিনা মাঞ্জার 'ধার' কমাতে তৎপরতা, থানায় থানায় নির্দেশ লালবাজারের


তৃণমূলের কর্মিসভা সংক্রান্ত ওই প্রতিবেদনের শিরনাম- 'রাহুল গান্ধী পারেননি, মমতাই বিকল্প মুখ'। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, এর থেকেই স্পষ্ট কংগ্রেসকে সঙ্গে রাখলেও, মমতাকে মোদী বিরুদ্ধে প্রধান মুখ হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল