নিজস্ব প্রতিবেদন: NRS-এ গুরুতর  জখম জুনিয়র চিকিত্সক পরিবহ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সাংবাদিকদের জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তিনি জানিয়েছেন, পরিবহ মুখোপাধ্যায়ের করটির হাড় ভেঙেছে। তিনি কথা বলছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানিয়েছেন, আহত জুনিয়র চিকিত্সকের চিকিত্সার সমস্ত খরচ রাজ্য সরকার দেবে। যা পদক্ষেপ করার মুখ্যমন্ত্রী করবেন। চিকিত্সকদের পাশে রয়েছেন তিনি।


ইন্সস্টিটিউট  অফ নিউরো সায়েন্সে  ভর্তি রয়েছেন পরিবহ মুখোপাধ্যায়। পাঁচ চিকিত্সকের দল তাঁর মাথার অস্ত্রোপচার  চলছে। নিউরো সায়েন্সের তরফে জানানো হয়েছে, সিটিস্ক্যানে ধরা পড়েছে পরিবহর করোটির সামনের ডানদিকে হাড় ভেঙেছে। খিঁচুনি ছিল। আল্টা সাউন্ডে আর কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। এখন পরিবহ স্থিতিশীল, বিপন্মুক্ত। তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।



এদিকে, NRS-এ দফায় দফায় বৈঠকের পরও সমাধান সূত্র মিলল না। ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এনআরএস-এর অচলাবস্থা জারি রয়েছে ।