অয়ন ঘোষাল: তিন থেকে চার মাস আগে টিকিট কেটেও যাত্রার ঠিক আগে আসছে ট্রেন বাতিলের খবর। কুয়াশার কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল ও এনএফ রেল। এনিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। তাঁদের বক্তব্য, এই শীতের সময়ে প্রতি বছরের সমস্যা হল কুয়াশা। তাই সব জেনেও কেন আগাম টিকিট দিয়েছিল রেল? এর খেসারত এখন কে দেবে?   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্ব রেল সূত্রে খবর কুয়াশার আশঙ্কার ১ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে বহু ট্রেন। এদের মধ্যে রয়েছে- 


22198 বীরাঙ্গনা লক্ষীবাই ঝাঁসি- কলকাতা সুপারফাস্ট (উইকলি)


22197 কলকাতা-বীরাঙ্গনা লক্ষীবাই ঝাঁসি (উইকলি)


14004 নয়াদিল্লি-মালদা টাউন (বাই উইকলি)


14003 মালদা টাউন-নয়াদিল্লি (বাই উইকলি)


12357 কলকাতা-অমৃতসর এক্সপ্রেস (বাই উইকলি)


12558 অমৃতসর-কলকাতা এক্সপ্রেস (বাই উইকলি)


12369 হাওড়া দেরাদুন সুপারফাস্ট (সপ্তাহে 5 দিন)


12370 দেরাদুন হাওড়া সুপারফাস্ট (সপ্তাহে 6 দিন)


15620 কামাখ্যা-গয়া এক্সপ্রেস (উইকলি)


12988 আজমেঢ়-শিয়ালদহ সুপারফাস্ট (বাই উইকলি)


12987 শিয়ালদহ-আজমেঢ় সুপারফাস্ট (বাই উইকলি)


22406 আনন্দবিহার-ভাগলপুর (উইকলি)


22405 ভাগলপুর-আনন্দবিহার (উইকলি)


13019 হাওড়া-কাঠগোদাম (বাই উইকলি)


আংশিক বাতিল বা মাঝপথে যাত্রা শেষ


12171 হাওড়া-মথুরা এক্সপ্রেস আগ্রা পর্যন্ত যাবে। 


12319 কলকাতা-আগ্রা ক্যান্ট উইকলি সুপারফাস্ট মথুরা যাবে না। 


আসন্ন শীতের ছুটিতে হরিদ্বার, দেরাদুন, মুসৌরী, ঋষিকেশ, আজমেঢ় বা অমৃতসর ভ্রমণের প্ল্যান করে ১২০ দিন আগে কনফার্ম রিজার্ভেশন করা হাজার হাজার যাত্রী পূর্ব রেলের এই সিদ্ধান্তে বিপন্ন ও বিরক্ত। রেলের যুক্তি, কুয়াশার কারণে অস্বাভাবিক লেট হতে হতে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আবার কানেক্টিং রেক সময়ে না আসার জন্য ফিরতি ট্রেন লেট করতে শুরু করে। তাই কম গুরুত্বপূর্ণ কিছু ট্রেনে কাটছাঁট করে, অধিক গুরুত্বপূর্ণ ট্রেন মোটামুটি নির্ধারিত সূচি মেনে চালানোর পরিকল্পনা নিয়েই এই অপ্রিয় আগাম সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছেন, পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তীর।


নর্থ ফ্রন্টিয়ার রেলও একই সমস্যার সম্মুখীন। আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এনএফ রেল বাতিল করেছে-


সম্পূর্ণ বাতিল


15903 ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস 


15620 কামাখ্যা-গয়া এক্সপ্রেস


15621 কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেস



মাঝপথে যাত্রা শেষ বা ট্রেন কমিয়ে দেওয়া হল


12523 নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লী এক্সপ্রেস


12524 নিউ দিল্লী-নিউ জলপাইগুড়ি 


15909 ডিব্রুগড়-লালগড় অবধ অসম এক্সপ্রেস


15910 লালগড়-ডিব্রুগড় অবধ অসম এক্সপ্রেস


এমনটাই জানিয়েছেন এনএফ রেলের সিপিআরও সব্যসাচী দে।


এদিকে, যাত্রীদের যুক্তি, দেশ বুলেট ট্রেন চালানোর পথে এগোচ্ছে। ভাড়া অস্বাভাবিক বেড়ে গিয়েছে। সেই অনুযায়ী পরিকাঠামো তৈরি হয়নি। ঘন কুয়াশায় ট্রেন চালানোর ডিভাইস নিয়ে ঢক্কানিনাদ চলছে। ফগ সেফ নামক ডিভাইস নিয়ে প্রচুর প্রচার ও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাহলে খারাপ দৃশ্যমানতার দোহাই দিয়ে এভাবে রাশি রাশি ট্রেন বাতিল কেন? এভাবেই ক্ষোভে ফেটে পড়লেন ভুক্তভোগী শুভেন্দু ঘোষ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)