ওয়েব ডেস্ক : খাবার খাওয়া নিয়ে বচসা। তার জেরেই ক্রেতাদের ওপর গরম তেল ছুঁড়ে দিলেন দোকান কর্মীরা। ঘটনা সল্টলেকের CF ব্লকে। গ্রেফতার করা হয়েছে দুজনকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CF ব্লকের জনপ্রিয় দোকান শর্মা টি স্টল। এই দোকানে সকালে মর্নিং ওয়াকের পর অনেকেই চা-জলখাবার খেতে আসেন। বৃহস্পতিবারও এসেছিলেন। সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক দোসা বিক্রেতা। চায়ের দোকানের অনেক ক্রেতাই সেই দোসাওয়ালার থেকে ইডলি কিনে খেতে থাকেন। তাতেই রেগে আগুন দোকানের কর্মীরা।  দোসা বিক্রেতার বালতি কেড়ে নেয় তারা। প্রতিবাদ করেন ক্রেতারা। অভিযোগ, তখনই ক্রেতাদের গায়ে গরম তেল ছুঁড়ে দেয় দোকানের কর্মীরা। জখম হন বেশ কয়েকজন ক্রেতা।


যদিও গরম তেল ছুঁড়ে দেওয়ার ভিযোগ অস্বীকার করেছেন দোকানের মালিক। ক্ষুব্ধ ক্রেতারা দোকান ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর উত্তর থানার পুলিস। গ্রেফতার করা হয় দোকানের মালিক প্রকাশ জালান ও ভোলা নামে এক কর্মীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


আরও পড়ুন, প্রজাতন্ত্র দিবেসে রাজপথে শোভা পেল GST ট্যাবলো