ব্যুরো: নতুন দুটি পরিষেবা নিয়ে এলো ক্যাব সংস্থা ওলা। ওলা রেন্টাল এবং ওলা সিলেক্ট। কী এই পরিষেবা, এক নজরে দেখে নেওয়া যাক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতায় যাত্রী সংখ্যা বাড়ছে। তাই নিত্যনতুন পরিষেবা নিয়ে আসছে ক্যাব সংস্থা ওলা। ওলা আউটস্টেশনের পর এবার এলো ওলা রেন্টাল। এই পরিষেবায় এবার থেকে ঘণ্টায় এসি ওলা ক্যাব ভাড়া নেওয়া যাবে। ওলা রেন্টালে মিনি এবং প্রাইম ক্যাব ভাড়া পাওয়া যাবে। 


মিনির জন্য ন্যূনতম প্যাকেজ ৬০০ টাকা।  


এই প্যাকেজে ৪ ঘণ্টা এবং ৪০ কিলোমিটার যাত্রার সুবিধা রয়েছে। ৪ ঘণ্টা অতিক্রম করলে ১২০টাকা করে ঘণ্টা দিতে হবে। এই প্যাকেজে ৪০ কিলোমিটারের পর লাগলে ৭টাকা প্রতি কিলোমিটার।  


প্রাইমের জন্য ন্যূনতম প্যাকেজ ৭০০ টাকা।  


এই প্যাকেজে ৪ ঘণ্টা এবং ৪০ কিলোমিটার যাত্রার সুবিধা রয়েছে। এই প্যাকেজে ৪০ কিলোমিটারের পর লাগলে ১০টাকা প্রতি কিলোমিটার । ৪ ঘণ্টা অতিক্রম করলে ১২০টাকা করে ঘণ্টা দিতে হবে।  


এবার আসা যাক ওলা সিলেক্টের কথায়।  ওলা সিলেক্টে যে কেউ মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে যে উল্লেখযোগ্য পরিষেবাগুলি আপনি পাবেন, তার মধ্যে- 


ওলার যে কোনও ক্যাবই আপনি বুক করুন না কেন, তাতে ওয়াই ফাই কানেক্টিভিটি থাকবে। ওলার যে কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন আপনিও।  


১ মাসের মেম্বারশিপ ৫৪৯ টাকা 
২ মাসের মেম্বারশিপ ১০৪৯ টাকা
৩ মাসের মেম্বারশিপ ১৪৪৯ টাকা


এই দুটি পরিষেবায় আপনি পাবেন আপনার ওলা অ্যাপে।