ওয়েব ডেস্ক: শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি। এবার পয়ষট্টি নম্বর বড়তলা স্ট্রিটে। চারতলা বাড়িটি হঠাত্‍ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চারটি তলারই কিছুটা করে অংশ ধসে পড়েছে। একটিই পরিবার থাকত ওই বাড়িতে। তলায় অস্থায়ী আস্তানা ছিল, মুটে-মজুরদের। আজ ঘটনার সময় অবশ্য কেউই ছিলেন না।


বড়তলা স্ট্রিটের এই পথটি অন্যান্য দিন সাধারণত ভিড়ে ঠাসা থাকে। ব্যবসায়িক কাজকর্ম চলে। কিন্তু আজ ছুটির দিন হওয়ায় বাইরেও লোক ছিল না। সবমিলিয়ে বড়সড় বিপর্যয়ের হাত থেকে অল্পের জন্য রক্ষা মিলেছে। তবে ঘটনার জেরে তীব্র আতঙ্ক এলাকায়। এর আগে বাড়িটি সংস্কারের কথা হয়েছিল। কিন্তু অভিযোগ, বাড়িওয়ালা-ভাড়াটে ঝামেলার কারণে তা হয়নি। প্রোমোটিংয়েরও কথা হয়। তবে মালিকের সঙ্গে প্রমোটারের লেনদেন সংক্রান্ত সমস্যায় সেই কাজও এগোয়নি। জরাজীর্ণ অবস্থাতেই পড়ে রয়েছে সেটি।