ওয়েব ডেস্ক : মল্লিকবাজারে ব্যবসায়ী খুনের ঘটনায় আটক দুই ব্যক্তির মধ্যে একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম কেলো। নূর মহম্মদ খুনের ঘটনায় সে সরাসরি জড়িত বলে দাবি পুলিসের।


শুক্রবার রাতে ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কেলোই। জেরায় অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ হয় তদন্তকারী অফিসারদের। চাপের মুখে খুনের কথা স্বীকার করে কেলো। দাবি পুলিসের। নিহত নূর মহম্মদের ইমারতি দ্রব্যের ব্যবসা ছিল। ওই কাজে কেলো তাঁর সহযোগী ছিল। ব্যবসায়ীক শত্রুতার জেরেই খুন বলে মনে করছে পুলিস। কেলোর বিরুদ্ধে অপরাধমূল কাজকর্মে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।