নিজস্ব প্রতিবেদন : বনধের দিন পুলকারে হামলার ঘটনায় জেল হল বনধ সমর্থনকারীদের। ৫ বনধ সমর্থনকারীকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের একজন সংগ্রাম চট্টোপাধ্যায়। তিনি সিপিআইএম-এর কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, সরকারি টাকায় দলের প্রচার, প্রশাসনিক সভা থেকে বিজেপিকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর


বাম শ্রমিক সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টা বনধের দ্বিতীয় দিনে, বুধবারে,  নক্কারজনক ঘটনা ঘটে রাজাবাজারে। পুলকারে হামলা চালান বনধ সমর্থকারীরা। হামলার ঘটনায় আতঙ্কিত খুদে পড়ুয়া শেষ পর্যন্ত আর স্কুলেই যায়নি। হামলার চোটে আঘাত পান ওই শিশুর মা। সেই হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন, পতাকা বদলে পুরনো গড় থেকেই লোকসভার প্রার্থী হচ্ছেন সৌমিত্র খাঁ


২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে ওই শিশু জানায়, সে স্কুলে যাচ্ছিল। সেইসময় কিছু লোক এসে তাদের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। গাড়ির কাচ ভেঙে দেয়। মা ব্যথা পায়। সে আর স্কুলে যেতে চায় না। হামলার ঘটনায় চরম আতঙ্ক গ্রাস করে ওই ছোট্ট শিশুটিকে। সে জানায়, 'সুপারম্যান' আসবে। আর 'সুপারম্যান' এসেই দুষ্টু লোকদের শাস্তি দেবে।