তন্ময় প্রামাণিক 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যু যেন থামছে না। কোভিডে ভুগে বাংলায় মৃত চিকিৎসকের সংখ্যা ছুঁল ৫০।  বৃহস্পতিবার মৃত্যু হল এক অর্থোপেডিক সার্জনের। মৃতের নাম দেবাশিস সামন্ত। একাধিক চিকিৎসক সংগঠনের দাবি, এনিয়ে ৫০ জন ডাক্তারের মৃত্যু হল এ রাজ্যে।  


পূর্ব  মেদিনীপুরের কাঁথির বাসিন্দা দেবাশিস সামন্ত। অর্থোপেডিক সার্জন হিসেবে তাঁর নামডাক রয়েছে। চিকিৎসক সংগঠন সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সরকারি চাকরি ছাড়েন দেবাশিসবাবু। আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন। করোনার বিভিন্ন উপসর্গও দেখা দেয়। শরীর ভাঙলে তাঁকে নিয়ে আসা হয়ে কলকাতায়। মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় গত ৩০ আগস্ট। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ২৫ দিন রাখা হয়েছিল জীবনদায়ী ব্যবস্থায়। এর মধ্যে প্রায় অকেজো হয়ে পড়েছিল ফুসফুস। চিকিৎসক রাজীব পান্ডে জানান, কৃত্রিম ফুসফুস অর্থাৎ একমো সাপোর্টে রাখা হয়েছিল ১১ দিন। ভেন্টিলেশন থেকে ধাপে ধাপে বের করে আনার চেষ্টা চলছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর।


রবিবার মৃত্যু হয় বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালের দন্ত চিকিৎসক সন্দীপ দে-র। বয়স হয়েছিল ৫০ বছর। 


আরও পড়ুন-বাদ পড়ে নব্য-আদির বিবাদ ডেকে দলকে অস্থির করলেন রাহুল সিনহা?