ওয়েব ডেস্ক: কলকাতাবাসীর জন্য সুখবর। এবার থেকে চোখের নিমেষেই PTS থেকে পৌছে যাওয়া যাবে ইএম বাইপাসে। অগাস্টেই খুলে যাচ্ছে AJC বোস রোড এবং মা উড়ালপুলের সংযোগকারী উইং। 


তবে বাইপাস থেকে মা উড়ালপুল হয়ে এজেসি বোস ফ্লাইওভারের পথ এখনই খুলছে না। নক্সায় ছিল মা উড়ালপুল সংযুক্ত হবে এ জে সি বোস রোড ফ্লাইওভারের সঙ্গে। তবে সেই কাজ শেষ না করেই গত বছর উড়ালপুল চালু করে দেওয়া হয়। উদ্বোধনের পরেই যানজটের জেরে কার্যত অচল হয়ে পড়ে মা উড়ালপুল। PTS থেকে বাইপাসগামী ফ্লাইওভারের উইং খুলে গেলে সে সমস্যার অনেকটাই সমাধান হবে। উড়ালপুলের নতুন এই অংশের দৈর্ঘ্য হবে ৯০০ মিটার।